পুবের কলম প্রতিবেদকঃ গত সপ্তাহেই উচ্চ প্রাথমিকের নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এরপরেই তড়িঘড়ি ১৪৩৩৯ জন শিক্ষক নিয়োগ সেরে ফেলতে তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন। এমনকী মামলকারীরা সুপ্রিম কোর্টে গেলেও যাতে একপক্ষের বক্তব্য শুনে মামলার রায় না দেওয়া হয়, তার জন্য সেখানে ক্যাভিয়েটও দাখিল করে রাখে এসএসসি। সেইসঙ্গে হাইকোর্টের নির্দেশমতো প্রার্থীদের অভিযোগ শোনার জন্য ব্যবস্থা করে এসএসসি। কিন্তু এত কিছুর পরেও নিয়ে মামলার জট যেন কাটছেই না। সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই কলকাতা হাইকোর্টে ফের মামলার জটে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উচ্চ প্রাথমিকের নিয়োগের ওপর স্থগিতাদেশ তুলে দিলেও তাতে খুশি ছিলেন না প্রার্থীদের একাংশ। এনিয়ে তারা সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বিক্ষোভ করেন।
সিঙ্গেল বেঞ্চের রায়ে খুশি না হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চে গেলেন মামলকারীরা। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার ভাগ্য নির্ধারণ হবে ডিভিশন বেঞ্চে।
মামলাটি পৌঁছেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।