পুবের কলম, ওয়েবডেস্ক: অনবরত চলছে খননকাজ, আর এরই সঙ্গে কানাডীয় ইতিহাসের একের পর এক কালো অধ্যায় বিশ্বদরবারে উন্মোচিত হচ্ছে। এবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি প্রাক্তন ক্যাথলিক আবাসিক স্কুলের কাছে ১৮২টি অচিহ্নিত কবর পাওয়া গেছে। সেই এলাকার একটি আদিবাসী গোষ্ঠী এই কবরগুলোর সন্ধান পেয়েছে। এর আগে, মে ও জুন মাসেও ২টি আবাসিক বিদ্যালয় থেকে অন্তত ৯০০টি কবর পাওয়া গেছে। আদিবাসী নেতারা ধারণা করছেন, তদন্ত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রাক্তন বোর্ডিং স্কুলের আশপাশ থেকে আরও কবর পাওয়া যাবে।
এবারের কবরগুলো ক্র্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন স্কুলের কাছে মিলেছে। ১৯১২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত দেশটির ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত হতো আবাসিক স্কুলগুলি। তবে ১৮৩১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এ ধরণের ১৩০টি ক্যাথলিক বোর্ডিং স্কুল চালু ছিল কানাডায়। এই ১৬৫ বছরে প্রায় দেড়লক্ষ আদিবাসী শিশুকে জোরপূর্বক পরিবার থেকে বিচ্ছিন্ন করে স্কুলগুলিতে ভর্তি করা হয়েছিল। এরপর শিক্ষা প্রদানের নামে কিশোর-কিশোরীদের যৌন লালসার শিকার বানাতেন পাদ্রি ও ক্যাথলিক শিক্ষকরা।
শারীরিক চাহিটা মিটে গেলে ছাত্র-ছাত্রীদের হত্যা করে স্কুলের পাশের কোনও জমিতে পুঁতে দেওয়া হত। ২০০৮ সালে কানাডার সরকার এই বর্ণবাদী ও বৈষম্যমূলক হত্যাকাণ্ডের ইতিহাসের জন্য ক্ষমা চাইলেও প্রধান ক্যাথলিক চার্চ এখনও নীরব।