দেবশ্রী মজুমদার, বোলপুর: ফের চুরির ঘটনা শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থানার সুরশ্রী পল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার সেই ঘটনা পুলিশের নজরে আনা হয় পরিবারের তরফে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরশ্রী পল্লীতে পূজা বিত্তালের টিনের চালের একটি মাটির বাড়ি আছে। শ্বশুর, শাশুড়ি কয়েকদিন অসুস্থ থাকায়, পূজা ও তার স্বামী দিন কয়েক আগে তাদের দেখতে যান পাশেই সুরুল গ্রামে। সেখানে কয়েকদিন থাকার পর শুক্রবার পূজা বাড়ি ফিরে এসে দেখেন তাদের বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে থাকা আলমারির লকার ভেঙে সোনা, রুপোর গহনা সহ মোট ১৬-১৭ টি কাসার থালা , পিতলের বেশ কিছু সামগ্রী দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালিয়েছে, বলে অভিযোগ । এরপরই তিনি পুরো ঘটনাটি পুলিশকে জানান। ঘটনার খবর পেয়ে শুক্রবার চুরির তদন্তে আসে পুলিশ।