পুবের কলম ওয়েবডেস্ক: পাখির সঙ্গে ধাক্কা। কলকাতাগামী বিমানের জরুরী অবতরণ লখনউতে। সকলেই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দরের মুখপাত্র রূপেশ কুমার বলেন, ‘‘সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। তার পরেই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ান বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা হয়েছে। বিমানটিকে আবার বে-তে ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে গিয়েছেন।’’
পরে উড়ান কর্তৃপক্ষ যাত্রীদের অন্য বিমানে কলকাতায় আসার ব্যবস্থা করেছে। তবে এ দুর্ঘটনার জেরে যাত্রা অনেকটা দেরি হওয়ায় সমস্যার মুখে পড়েন যাত্রীরা।
গত বছরেও মাঝ-আকাশে পাখির ধাক্কা খেয়ে জরুরি অবতরণ করেছিল বিমান। আমদাবাদ থেকে দিল্লি যাচ্ছিল একটি বিমান। বেশ কয়েক হাজার ফুট উচ্চতায় ছিল সেটি। সেই উচ্চতায় পাখির ধাক্কা খেয়েছিল। এর ফলে বিমানটির ইঞ্জিনে ক্ষতিও হয়েছিল বলে জানা গিয়েছিল।