পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবারের পর বুধবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ইসরো’র টিম। ইসরো’র দুই বিজ্ঞানীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য ও অধ্যাপকরা পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট রয়েছে। সেই সমস্ত গেটগুলি পরিদর্শন করেন।
ছাত্রী হস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের নতুন হস্টেল সহ গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন তাঁরা। সিসিটিভি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও উঠে আসে। সিসিটিভি ক্যামেরা কোথায় বসলে নিরাপত্তা জোরদার করা যাবে, সে বিষয়গুলিও খতিয়ে দেখেন ইসরো’র দুই প্রতিনিধি।