পুবের কলম, ওয়েবডেস্ক: আক্রোশ যে কত ভয়াবহ রূপ নিতে পারে তার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। ঘটনায় স্তম্ভিত গোটা সমাজ। টিভিতে ক্রাইম শো দেখে বীভৎস হত্যালীলা চালিয়ে এক ১২ বছরের বন্ধুকে খুন করল তারই তিন নাবালক বন্ধু। পুলিশ সূত্রে খবর, প্রথমে সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে, তার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরে ধারালো ছুরি দিয়ে গলার কেটে দেওয়া হয়। তার পর রক্তাক্ত, ছিন্নভিন্ন দেহ প্লাস্টিকের ব্যাগে মুড়ে বাড়ির কাছে পাথরের স্তূপে ফেলে দেয় অভিযুক্তরা। ব্যাগের ভিতর রক্তের ছাপ দেখে এক মহিলার সন্দেহ হয়। তিনিই প্রথম পুলিশকে খবর দেন। বারঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে। তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের জন্য সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বারঘাট থানার ইনস্পেক্টর প্রসন্ন শর্মা জানিয়েছেন, তিনজন নাবালকের বয়স ১৬, ১৪ ও ১১ বছর। তিনজনেই রবিবার সিওনি জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মাগারকাঠা গ্রামের একটি নির্জন এলাকায় এই নারকীয় হত্যালীলা চালায়। উদ্ধার হওয়া ছুরি ছাগল কাটার জন্য ব্যবহৃত হয়।
পুলিশ সুপার রামজি শ্রীবাস্তব জানিয়েছেন, তিন নাবালকের মধ্যে ১৬ বছর কিশোর নীল ছবিতে আসক্ত হয়ে পড়েছিল। তার সম্পর্ক তৈরি হয়েছিল মৃত বন্ধুর দিদির সঙ্গে। কোনওভাবে অভিযুক্তের পর্ন আসক্তির কথা জানাজানি হয়ে যায়। মৃতের দিদির সঙ্গে ব্রেক-আপ হওয়ার ভয়ে আরও দুই সঙ্গীকে নিয়ে ১২ বছরের বন্ধুকে খুন করে সে। এমনটাই অভিযুক্ত পুলিশকে বয়ান দিয়েছে।
এদিকে মৃতের বাবার অভিযোগ, তিনজন অভিযুক্ত তার বড় মেয়ের শ্লীলতাহানি করেছিল। আমার ছেলে বলেছিল, এর পরে এই ধরনের কাজ করলে সে বাবা-মাকে জানিয়ে দেবে।