পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনে চলছে করোনা মহামারি। এর সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেসব স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তার অন্যতম হল মাস্ক পরা ও শারীরিক দুরত্ব বজায় রাখা। কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রী হয়েও কাণ্ডজ্ঞানহীন আচরণ করে বসেছিলেন ম্যাট হ্যানকক। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী তাঁর এক সহকর্মীকে চুম্বন করে বিতর্কে নাম তোলেন। এই খবর ভাইরাল হতেই রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পদত্যাগ করেন ম্যাট। এরপরই ব্রিটেনের প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ম্যাটের স্থলাভিষিক্ত হন প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভেদ। স্বাস্থ্যমন্ত্রীর পদে নিয়োগের খবর নিজেই ট্যুইট করে জানান সাজিদ।
জানান, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিতর্কের জেরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার রাতে সাজিদ জাভেদকে নিয়োগ দেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো পদত্যাগপত্রে ম্যাট ক্ষমা চেয়ে বলেন, ‘মহামারির মধ্যে ত্যাগ স্বীকার করা মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সংক্রমণ রোধের নির্দেশনা ভেঙেছি আমি।’ অপরদিকে হ্যানককের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী জনসন বলেন, ’কোভিডের সময় স্বাস্থ্যখাতে আপনার সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।’
জানা যায়, স্বাস্থ্যমন্ত্রকের কর্মী গিনা অ্যাঞ্জেলো নামের এক সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দেন। গত ৬ মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপর মন্ত্রকের ভেতরেই ম্যাটের পদত্যাগের দাবি ওঠে। কিন্তু এ নিয়ে বিতর্ক বেশি দুর গড়াতে দেয়নি ডাউনিং স্ট্রিট।