পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যে ব্রাজিল স্বপ্ন দেখছিল বিশ্বকাপ জয়ের, সেই ব্রাজিল সমর্থকরা চোখে জল, বুক ভরা বেদনা নিয়ে মাঠ ছাড়লেন হাজার হাজার সমর্থক। ক্রোয়েশিয়া গতবারের ফাইনালিস্ট। স্বপ্নের ফুটবল খেলেছিল তারা গতবার।
এবার গ্রুপ পর্যায়ে খুব যে তেমন আহামরি কিছু ফুটবল খেলেছিল, তা নয়, তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশলে তৈরি ক্রোয়েশিয়া নকআউট এ ইতিবাচক ফুটবলের উপহার দিয়েছিল বিশ্বকে। সেই ইতিবাচক ফুটবল খেলেই তারা ব্রাজিলকে হারালো কোয়ার্টার ফাইনালে। পরপর দুবার বিশ্বকাপের সেমিফাইনালে আসরে ক্রোয়েশিয়া।
আর ম্যাচের পর স্বপ্নভঙ্গের বেদনায় যখন অঝোরে কাঁদছেন নেইমার, তখন তাকে সান্ত্বনা দিতে ছুটে এলেন ক্রোয়েশিয়ার দুই খুদে সমর্থক। একটি কিশোর ও এক কিশোরী। মেয়েটি একটা জায়গায় এসে থেমে গেলেও বাচ্চা ছেলেটি দৌড়াতে দৌড়াতে চলে গেল নেইমারের দিকে।
তাকে সান্ত্বনা দিতে গেল বাচ্চা ছেলেটি। নিরাপত্তার বেড়া এড়িয়ে কিভাবে এই দুই ছোট বাচ্চা মাঠে প্রবেশ করল সেই প্রশ্ন যখন সবাই বিহবল, তখন নেইমার নিজেই নিরাপত্তা রক্ষীদের বলে তাদের আসতে দিলেন। আসলে ছোট ছেলেটি নিজে ক্রোয়েশিয়ার হলেও তার প্রিয় খেলোয়াড় নেইমার। তাই নিজের দেশ জিতলেও প্রিয় খেলোয়াড়ের হারে একটু দুঃখ পেয়েছে সে।
তাই ছুটে চলে এসেছে নেইমারকে সান্তনা দিতে। আসলে এই ছেলেটি হল ক্রোয়েশিয়ান তারকা ইভান পেরিসিচের ছেলে লিওনার্দ। তাকে সামনে পেয়ে নেইমার তাকে জড়িয়ে ধরে। নেইমারকে সান্ত্বনা দিয়ে ছোট্ট মেয়েটিকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যায় লিওনার্দো। ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল হেরে গেলেও এই দৃশ্য সকলের মন ছুঁয়ে গেল।