পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার নিলামে উঠতে চলেছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের বিখ্যাত ব্যাট। সালটা ছিল ১৯৩৪। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যশালী অ্যাশেজ সিরিজে পাঁচটি টেস্ট মিলিয়ে ব্র্যাডম্যান করেছিলেন ৭৫৮ রান।
প্রসঙ্গত সেবার অ্যাশেজ সিরিজ ছিল ইংল্যান্ডের হোম সিরিজ। অ্যাশেজের অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ফলে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। যার মধ্যে হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ব্র্যাডম্যানের দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি ছিল। সেই ব্যাট এবার নিলামে উঠতে চলেছে প্রায় ৮৭ বছর পর। নিলামের জন্য যদিও ব্যাটটির দাম এখনও নির্ধারিত করা হয়নি। তবে ব্যাটটি ডন ব্র্যাডম্যানের। তাই তা যে আকাশছোঁয়া দাম পাবে তাতে কোন সন্দেহ নেই। ব্যাটটি আগেই বিক্রি হয়ে গেছিল। যিনি কিনেছিলেন তিনি নিউ সাউথ ওয়েলসের মিউজিয়ামে রেখে দিয়ে ছিলেন। ফের সেই ব্যাটটি উঠতে চলেছে নিলামে।