রেজাউল করিম, মালদাঃ ছয় তলার সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক বালকের। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজের আউটডোরের বহুতল বিল্ডিংয়ে। ঘটনার পর মেডিক্যাল কলেজের আউটডোর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের কর্মীরা ছুটে এসে মৃত বালককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম হরষিত সিং (৮)। তার বাবা বলবীর সিংয়ের মালদা মেডিক্যাল কলেজের সামনে ছোট একটি অস্থায়ী খাবার দোকান রয়েছে। ওই শিশুটির নাকি মৃগী রোগ ছিল। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে আসে ছেলেটি। এরপর বাড়ির লোকের অলক্ষ্যে মেডিকেল কলেজের আউটডোরে ছযü তলায় উঠে যায় ওই শিশুটি। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিযেü ওপর থেকে তিনতলায়, পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই মারা যায় হরষিত।
মৃতের বাবা বলবীর সিং জানিয়েছেন, ছেলের মৃগী রোগ ছিল বলেই ওকে সবসময় নজরেইz রাখতাম। এদিন মেডিক্যাল কলেজের সামনে ঝালমুড়ির দোকান খোলার সমযü আমার ছেলে নজর এড়িয়ে আউটডোরের ছযüতলা বিল্ডিংয়ে উঠে যায়।
এরপর সেখান থেকেই গিয়ে মৃত্যু হয় ছেলের। যদিও এদিন হঠাৎ করে বৃষ্টির আবির্ভাব ঘটে ও সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় লোকজন তুলনামূলক কম ছিল এলাকায়। মেডিকেল কলেজের আউটডোর ফাঁকা ছিল। ফলে সকলের অগোচরে সহজেই ওই শিশুটি মেডিক্যাল কলেজের ছয় তলায় চলে যাযü। এরপর এই দুর্ঘটনাটি ঘটে।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন গভীর রাত থেকে ঝড়-বৃষ্টি চলছে। ফলে আউটডোরে রোগীদের ভিড় ছিল না। এই ফাঁকেই এই দুর্ঘটনাটি ঘটেছে।