কিবরিয়া আনসারী: গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ-এর নিবিড় সর্ম্পক ও মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছর ‘সিভিক ক্যাকশন প্রোগ্রাম’ করে থাকেন সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত-বাংলাদেশ আন্তজার্তিক সীমান্ত লাগোয়া উদয়নগর চর কলোনি গ্রামে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে চরভদ্রার ১৪৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন। এদিন প্রায় সাড়ে চারশো বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্য জীবনদায়ী ঔষধ সরবরাহ করা হয় তাদের। সর্দি, কাশি, জ্বর ও ঠাণ্ডার কারণে নানান ফেভারে অসুস্থ দেড়শো শিশুর চিকিৎসা করেন বিএসএফ-এর সিনিয়র মেডিক্যাল অফিসার ড: জে কারান সাগর। অন্যদিকে, বয়স্কদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন জলঙ্গি ব্লকের সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ প্রতিক্ষার পর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে আপ্লুত বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রিন্টু মন্ডল বলেন, ‘এই গ্রামে অতি দরিদ্র শ্রেনীর মানুষ বসবাস করেন। দিন খাটে দিন খাই। ফিস দিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। এদিকে গ্রামে সরকারি স্বাস্থ্য কেন্দ্রও নেই।’
জানা গিয়েছে, গ্রাম থেকে প্রায় ১০ কিমি দূরে রয়েছে সরকারি সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতাল। ফলে সীমান্ত পেরিয়ে চিকিৎসা করতে যাওয়া এবং বাড়ি ফেরা কার্যত অসম্ভব। ফলে সারা বছরই চিকিৎসার ভরসা বিএসএফ-এর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প। বিএসএফ কর্তাদের বক্তব্য, অনেক সময় গ্রামবাসীরা আমাদের ভুল বুঝে থাকেন। তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরী করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রামবাসীদের সমস্যাটাও আমাদের দেখার দায়িত্ব। সেই জায়গা থেকেই এই ধরনের সামাজিক কর্মসূচী নেওয়া হয়। বাসিন্দাদের চাহিদার কারণে বছরে দুই থেকে তিনবার বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করা হয়। বিএসএফ-এর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমজাদ আলি সেখ।
এদিন বিএসএফ-এর উদ্যোগে আয়োজিত ‘সিভিক অ্যাকশন প্রোগ্রাম’-এ উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ জোনের ডেপুটি কমান্ডান্ট অমৃত কৃষাণ শাকিয়া, সিনিয়ার মেডিক্যাল অফিসার ড: জে কারান সাগর, কোম্পানি কমান্ডান্টের আধিকারিক জোগেস, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য আজাল আলি সেখ প্রমুখরা।