সফিকুল ইসলাম (দুলাল), গলসি: পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের শিড়রাই গ্রামের তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোরুর গোয়ালের চালায় আগুন লাগানোর অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের ফলে শিড়রাই অঞ্চল তৃণমূল যুব সভাপতি আশিষ রায়ের গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আশিষ রায় জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তার গোয়াল লাগোয়া বাড়ির সামনে দুটি বোমা ফাটায় দুস্কৃতীরা। ঘটনার জেরে হকচকিয়ে যায় তার পরিবারের লোকেরা। তিনি ঘুম থেকে উঠে দেখেন দাউ দাউ করে পুড়ছে তার ও তার দাদার যৌথ গোয়াল ঘরটি। গোরুর দড়ি খুলে দিয়ে গোরুগুলিকে বার করতে পারলেও একটি গরু আগুনে পুড়ে আংশিকভাবে জখম হয়েছে। পাশাপাশি পুড়ে গেছে গোয়ালে মজুত থাকা কাঠ ও ঘুটে। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আগুন নেভাতে সহযোগিতা করে। ঘটনার পর গলসি থানার পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তিনি এখনও এই ঘটনায় কারুর বিরুদ্ধে অভিযোগ জানান নি।