পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের বেঙ্গালুরুতে জুড়ে বোমাতঙ্ক ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাতটি স্কুলে হুমকি ই-মেল পাঠানো হয়েছে। স্কুলগুলিতে শক্তিশালী বোমা আছে বলে, মেলে হুমকি দেওয়া হয়েছে। তার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব স্কোয়ার্ড। স্কুলগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। পড়ুয়াদের সরানো হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বেঙ্গালুরু সিটি পুলিশ।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ জানিয়েছেন, বোমা হামলার হুমকি আসার পরেই পুলিশ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। বোমার হুমকি কে পাঠিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
বেঙ্গালুরুর সুলাকুন্তেতে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল, মহাদেবপুরাতে গোপালান ইন্টারন্যাশনাল স্কুল, মারাঠাহাল্লিতে নিউ অ্যাকাডেমি স্কুল, ইলেক্ট্রনিক সিটিতে এবেজার ইন্টারন্যাশনাল স্কুল, হেন্নুরে সেন্ট ভিনসেন্ট পাল্লোট্টি স্কুল, গোবিন্দাপুরা ইন্ডিয়ান পাবলিক ই-মেল মারফৎ হুমকি বার্তা পেয়েছে। পুলিশের যুগ্ম কমিশনার সুব্রমান্যেশ্বরা রাও জানিয়েছেন, ই-মেলগুলি সূত্র আমেরিকা বলে অনুমান। ই-মেলটা মূলত মিথ্যা হুমকি। তবে আমরা তন্দন্ত চালাচ্ছি।