ওবাইদুল্লা লস্কর,দক্ষিণ ২৪ পরগণা: বিষ খেয়ে আত্মঘাতী বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য। কিন্তু হঠাৎ করে পরিবারের লোকের কাছে ফোন আসে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । পরে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে মৃত্যু হয় উপ প্রধানের। তবে কী কারনে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
অন্যদিকে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।