পুবের কলম, ওয়েবডেস্ক: পাসপোর্ট ফিরে পেতে এবার দিল্লির একটি আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এই মুহূর্তে ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় অভিযুক্ত অভিনেত্রী। তার পাসপোর্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। ১৫ দিনের জন্য আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ফ্রান্সে যাওয়ার জরুরি ভ্রমণের অনুমতি চেয়ে পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন অভিনেত্রী। দিল্লির ওই আদালত অভিনেত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইডির কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে। আবেদনে জানানো হয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ একজন বলিউড অভিনেত্রী। ২০০৯ সাল থেকে তিনি ভারতে আছেন। অভিনয়ের মাধ্যমে তিনি সুনাম কুড়িয়েছেন।
বুধবার অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং তদন্ত সংস্থার (ইডি) কাছ থেকে এই মর্মে একটি প্রতিক্রিয়া চেয়েছেন। পরবর্তী শুনানি ১৮ মে।
অভিনেত্রীর তরফে আইনজীবী অজিত সিং জানিয়েছেন, ইডি যে চার্জশিট দাখিল করেছে, সেখানে অভিযুক্ত হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম নেই। তাও তার পাসপোর্ট আটকে রেখেছে ইডি। এদিকে চলতি মাসের ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইআইএফএ), ১৭ থেকে ২৮ মে ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমন্ত্রিত জ্যাকলিন। এছাড়া নেপালেও একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অভিনেত্রী। এই কারণে তিনি পাসপোর্ট ফেরতের আবেদন জানান। কারণ অভিনেত্রীর আবেদন মঞ্জুর হলে তবেই তিনিই টিকিট সহ ভ্রমণের বৃত্তান্ত আদালতে জমা দিতে পারবেন।
গত বছর দুবাই যাওয়ার সময় মুম্বই বিমান বন্দরে বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজকে আটকে দেওয়া হয়। তার বিরুদ্ধে জারি হয় লুক আউট নোটিশ। ইতিমধ্যেই প্রিভেনসন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বয়ান রেকর্ড করেছে ইডি। এই মামলায় সামনে আসে সুকেশ চন্দ্রশেখরের নাম। জনৈক সুকেশের মারফতই জ্যাকলিন টাকা পাঠাতেন বলে তদন্তে উঠে আসে।