পুবের কলম, ওয়েবডেস্ক: এবার করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ঢাকার মহাখালির ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন বিএনপি নেত্রী। চেয়ারপার্সনের মিডিয়া উয়ং শায়রুল কবির খান সাংবাদিকদের সামনে এই কথা জানান। শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টিকা নেওয়ার নেওয়ার জন্য বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। টিকা নেওয়ার পর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ।
হাসপাতালে সংবাদমাধ্যমের উপস্থিতি ব্যাপক হারে থাকার জন্য তাদের এড়িয়ে গাড়ির মধ্যে বসেই টিকা নেন খালেদা জিয়া।