দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ‘শ্রদ্ধা ব্যানারে’ ডক্টরস ডের দিন রাজ্য ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামপুরহাট ১ নং ব্লকের রামপুরহাট তারাপীঠ রোড বামদেব বিদ্যাপীঠে
রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধনের শুরুতে সাধক বামদেব এর মূর্তিতে মাল্যদানও করা হয়
।
রক্ত দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হোসেন, বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সাহারা মন্ডল, খরুন অঞ্চলের পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় (সমু), ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পান্থ দাস, ১ নং ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুচিত্রা খামারু,বড়শাল অঞ্চলের উপপ্রধান ভাদু সেখ, ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শুভাশিস কর্মকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।