দেবশ্রী মজুমদার, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্তের সংকট মেটাতে বড়শাল অঞ্চলের বগটুই গ্রামের পশ্চিম পাড়া খিলতলা ময়দানে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশ ছিলেন মহিলা।
ফতেহা দোয়াজ দাহাম উপলক্ষ্যে মঙ্গলবার রক্তদান ছাড়াও বুধবার ধর্মীয় নুরানী জলসা বাদ মগরীব থেকে সারারাত ব্যাপী অনুষ্ঠিত হবে।
নাজের হোসেন বলেন, ” টুপি আর তিলক ছাড়া কোনও অনুষ্ঠান সার্থক হয় না। আমরা হিন্দু মুসলিম মিলে রক্তদানের পূণ্য কাজের আয়োজন করেছি। হাসপাতাল থেকে দেড়শো কিট পেয়েছি। গতবারের মতো এবারও প্রচুর মানুষ রক্তদান করেন। তবে মহিলারা এবার সংখ্যায় বেশি ছিলেন।
এদিন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন ময়দানে তাঁরই তৈরি করে দেওয়া মঞ্চের সৌন্দার্যায়ন ও একটি সাবমার্সবল বসানোর।