পুবের কলম প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে রাজ্যে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল বিধাননগর পুরনিগমের কর্মচারী সংগঠন। বিধাননগর পুরনিগম এবং পুরনিগমে তৃণমূল পরিচালিত ‘কর্মচারী সমিতি’র যৌথ উদ্যোগে ১ জুন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনকে সামনে রেখে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বৃহস্পতিবার এফ ডি ব্লক পুরভবনের ওই শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, পুরনিগমের মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী-সহ পুরনিমের আধিকারিকগণ ও প্রশাসনিক বোর্ডের সদস্যরা। পুরনিগমের কর্মচারী সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিস ঘোষ জানান, এদিনের শিবিরে ১৬৭ জন কর্মচারী রক্তদানে অংশ নেন।
![](https://archived.puberkalom.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-03-at-7.46.21-PM.jpeg)
![](https://archived.puberkalom.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-03-at-7.46.20-PM-1.jpeg)
![](https://archived.puberkalom.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-03-at-7.46.20-PM.jpeg)