পুবের কলম ওয়েবডেস্কঃ ফের কি হৃত সম্মান ফিরে পেতে চলেছে ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কি ফের পূর্ণাঙ্গ রাজ্যের সম্মান ফিরে পাবেন ভূস্বর্গে অধিবাসীরা।
আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরের একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতেই ওই বৈঠক হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতানেত্রীদের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। আর এই সর্বদলীয় বৈঠকের সূত্র ধরেই জল্পনা চরমে।
২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই সময়ই রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সিদ্ধান্তের পর এই প্রথম সেখানে এমন রাজনৈতিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।