পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক অব্যাহত। মিনাখাঁ বিধানসভার বাছড়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ৩ সদস্য নিতাই মন্ডল, ইন্দুমতী দাস, ভোলানাথ পাত্র ও মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১ সদস্য দীপক পাত্র সহ পাঁচ শতাধিক নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। শনিবার বিকেল বেলা সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ চকে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠান হয়। উপস্থিত মিনাখাঁর বিধায়ক ঊষা রানী মন্ডল, ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল, তৃণমূল নেতা তপন রায়, যুব সভাপতি তুহিন ভুঁইয়া, বাছড়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরুপমা মিস্ত্রি দাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
বিজেপি থেকে আসা নেতা-কর্মী-সমর্থকরা বলেন, যেভাবে করোনা মহামারী, ইয়াশ এর মতো প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে, উন্নয়নের শরিক হতে জাতপাত ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা তৃণমূলে যোগদান করলাম। যাতে মানুষের সব সময় পাশে থাকতে পারি উন্নয়নের শরিক হতে পারি। তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ সততা মানুষের পাশে দাঁড়ানো। যেকোন রকম পরিস্থিতির মধ্য দিয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম। এটা সংস্কৃতির বাংলা, এখানে সব ধর্মের মানুষ বসবাস করে। সবার ঊর্ধ্বে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে।