পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ পেরুতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উপত্যকায় পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার দেশটির প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন বাসটি পেল্লানকাটা এলাকার একটি খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে গেলে ২৭ শ্রমিক মারা যায়।
দেশটির আপিপি রেডিও জানিয়েছেন, আহত ১৬ জনের নাসকা হাসপাতালে চিকিৎসা চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছেন , নিহতরা সবাই খনি শ্রমিক ছিলেন। বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১০ দিনের মধ্যে পেরুতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। গত সপ্তাহে লিমা থেকে ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরে লা লিবার্টাড অঞ্চলে একটি বাস উপত্যকায় পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল।
দেশটির পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে , ২০২০ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৫২৬ জন নিহত হয়েছে।