পুবের কলম, ওয়েবডেস্ক : রাজস্থানে মহিলা বিচারকের ছবি বিকৃত করে ২০ লক্ষ টাকা চেয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। দাবি মতো টাকা না দিলে সেই ছবি জনসমক্ষে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে হুমকি চিঠি। অভিযুক্ত এখনও অধরা।
জানা গেছে, বিচারকের ছবি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সেটিকে এডিট করে আদালতে তার চেম্বার সহ বাড়িতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে, তাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি এই ঘটনায় একটি মামলা দায়ের হয়।
বিচারক এফআইআরে জানান, গত ৭ ফেব্রুয়ারি তার স্টেনোগ্রাফার একটি পার্সেল নিয়ে এসে তাকে বলেন, এটি তার বাচ্চার স্কুল থেকে এসেছে। এক যুবক এসে তার হাতে দিয়ে গেছে। অজ্ঞাত যুবকের নাম জিজ্ঞাসা করলে সে কিছুই জানায়নি।
ওই পার্সেলটির মধ্যেই বিচারকের বিকৃত করা ছবি, মিষ্টি ও একটি চিঠি ছিল। সেই চিঠির মধ্যে বিচারককে হুমকি দিয়ে লেখা হয়েছে, তার দাবি মতো ২০ লক্ষ টাকা না দেওয়া হলে সে তার পুরো পরিবারকে ধবংস করে দেবে। কবে টাকা দিতে হবে তার সময় ও স্থান নির্ধারিত করে জানানো হবে। এই ঘটনার ২০ দিন পরে এই রকমই একটি পার্সেল বিচারকের বাড়িতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, যে যুবক পার্সেল দিতে এসেছিল তার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। সন্দেহভাজন যুবকের আনুমানিক বয়স ২০’র মধ্যে।