পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির নবান্ন অভিযানের রেশ ছড়িয়ে পড়ল শহর জুড়ে। পুলিশের গাড়িতে আগুন ধরানো, জলকামান, টিয়ার গ্যাস বাদ গেলনা কিছুই।
পুবের কলম ডিজিটালের প্রতিনিধিরা দিনভর তুলে ধরেছেন সেই ছবি। চিত্র সাংবাদিক সন্দীপ সাহার ক্যমেরাবন্দি সেই ছবির কোলাজ নিয়েই দেখুন ফটো গ্যালারি।