দেবশ্রী মজুমদার, লাভপুর, ২৫ জুলাই : টোটোতে মাইক লাগিয়ে ক্ষমাপ্রার্থী বিজেপি কর্মীদের তৃণমূলে ফেরার আবেদনের হিড়িক এতদিন দেখেছে বীরভূম জেলার মানুষ। সেব্যাপারে শাসকদলকে প্রশ্ন করলে দলীয় সিদ্ধান্ত যা হবে এমন উত্তর এতদিন পাওয়া যেত। এদিন তাদের একটি অংশকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হলো। ২রা মে নির্বাচন ফলাফল প্রকাশের পর বিরাট জয়ের মুখ দেখে তৃণমূল কংগ্রেস। এক সপ্তাহ পার হতে না হতেই লাভপুরের এলকার একাধিক গ্রামে টোটোর মধ্য বিজেপির পতাকা লাগিয়ে তৃণমূল কংগ্রেস কাছে যোগাদান করতে আবেদন করে বিজেপির কর্মীরা।একই সাথে ভুল হয়েছে বলে স্বীকারও করে।
এদিন নব নির্বাচিত বিধায়ক অভিজিৎ সিংহ ও ওই এলাকার তৃণমূল নেতৃত্বের হাত থেকে তৃণমূল দলীয় পতাকা তুলে নেয় বিজেপির নেতৃত্ব ও কর্মীর সমর্থকরা।
বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, লাভপুরের থানার অন্তর্গত ইন্দাস,তাঁতবান্দি,বিপ্রটিকুড়ি সহ তিনটি এলাকার প্রায় ২৫০০০ বিজেপি কর্মী তৃণমূল যোগাদান করেন। যোগদানের পর তারা বলেন, তাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করা হয় নি। তারা শুধুমাত্র বলছেন যে তৃণমূল ও মুখ্যমন্ত্রী উন্নয়ন কর্মকান্ড সামিল হতে চান তাঁরা । বিজেপি থেকে তারা তো কিছুই পান নি ,কিন্ত মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের আওতায় বাড়ির কোনো না কোনো সদস্য উপকৃত হয়েছেন। তাই নিজের ভুল বুঝতে পেরে, তাঁরা তৃণমূলে আসতে চান। রবিবার তাঁদের দলে নেওয়া হয়।
আজ যোগদান সভায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে বেশ কিছু পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অভিজিৎ রায়।
যোগদান সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক, অঞ্চল ও জেলা নেতৃত্ব।