এম এ হাকিম, বনগাঁ: রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘২০২৪ সালে বিজেপি সারা দেশে একশো আসনও পাবে না। এটা আমার ভবিষ্যৎবাণী। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে নাকানি চোবানি খাওয়াবো।’
রবিবার হাবড়ায় তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আমি ২০২৪ সালের বার্তা দিয়ে গেলাম। ২০২১ সালে বিধানসভায় তৃতীয়বারের জন্য জিতে আমাদের লড়াই শুরু হলো। আমাদের টার্গেট ২০২৪। বিধানসভা নির্বাচনের নিরিখে এ পর্যন্ত লোকসভায় ৩২ আসনে পৌঁছেছি। লোকসভা নির্বাচন আসতে এখনো প্রায় আড়াই বছর বাকি। এই আড়াই বছরের মধ্যে আরও ১০টি আসন জোগাড় করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে ৪০-০ (চল্লিশ-শূন্য) করে নাকানি চোবানি খাওয়াবো।’
পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসন রয়েছে। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪২ টি আসনেই তৃণমূল জয়ী হবে এবং তারা বিজেপিকে পর্যুদস্ত করবে বলে রাজ্যের বনমন্ত্রী জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বিজেপি হলো গুন্ডা, সন্ত্রাসবাদীদের দল, রাহাজানি’র দল, লুটতরাজ করছে, মারছে! বিজেপি’র এমপি কারা হয়েছে দেখেছেন? কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী যিনি হয়েছেন তার নামেও ফৌজদারী মামলা রয়েছে! এটা লজ্জা! বিজেপি’র এখন মুখে কালো কাপড় বেঁধে ‘লজ্জা দিবস’ পালন করা উচিৎ। রাজ্য থেকে যে চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ফৌজদারী মামলা আছে। এই হল বিজেপি।’
তিনি বলেন, ‘বেশিদিন টিকবে না, তাসের ঘরের মতো বিজেপি দলটা ঝরঝর করে ভেঙে পড়বে। বাংলার মানুষ অত বোকা নয়। বিধানসভা নির্বাচনে তৃনমূলকে ২১৩ টা আসন দিয়ে বাংলার মানুষ তার পরিচয় দিয়েছে’ বলেও মন্তব্য করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।