পুবের কলম ওয়েব ডেস্ক: পাঁচ রাজ্যের ভোটে হালে পানি পাবে না বিজেপি। যেখানে তারা ক্ষমতায় রয়েছে সেখান থেকেও মানুষ তাদের উৎখাত করবে। এমনটাই বলেছেন বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, আপনারা দেখে রাখুন, যেখানে যেখানে বিজেপি মুখ্যমন্ত্রী আছেন, সেখানে শপথ নেবেন অবিজেপি মুখ্যমন্ত্রীরা। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়, রাজস্থান ও মিজোরামে ভোট হচ্ছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে জান লড়িয়ে দিচ্ছেন মোদি। তবে তাতে শেষ রক্ষা আদৌ হবে কিনা তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে রাজনৈতিক মহলে।
মোদির প্রচার নিয়েও কটাক্ষ করেন পাওয়ার। তিনি বলেন, মোদি প্রচারে গিয়ে জনগণের সামনে এমন সব জিনিস প্রচার করছেন যা করা উচিত নয়। আসলে তাঁর দলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। সেই কারণে এমন সব কথা মোদিকে বলতে হচ্ছে যা তাঁর মুখে মানায় না। যেভাবেই তিনি প্রচার করুন না কেন, মানুষ মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেলেছে। নতুন করে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ হবে না।
মহারাষ্ট্রের আমলনারের অজিতপন্থী এনসিপি নেতা অনিল পাতিল অবশ্য এরই মাঝে একটা জল্পনা বাতাসে ভাসিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, শীতকালীন অধিবেশনেই অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার ফের এক হয়ে যাবেন। এই কথা শুনে সিনিয়র পাওয়ার বলেন, আমি আমলনারের বহু লোকের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি, অনিল পাতিল পরের নির্বাচনে টিকিটই পাবে না। তাদের আরও দাবি ফের কংগ্রেস, শিবসেনা (উদ্ধবপন্থী ) এবং এনসিপি একজোট হবে। শরদ পাওয়ার স্বীকার করেন, দিওয়ালির সময় তারা সবাই একত্রিত হয়েছিলেন। কিন্তু রাজনীতি নিয়ে তাঁরা কোনও কথা বলেননি বলেও জানান সিনিয়র পাওয়ার।
জানা গিয়েছে সম্প্রতি শরদ কন্যা সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ভাইফোঁটার অনুষ্ঠানে অংশ নেন।