পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনীতির ময়দানে পা রাখতে পারেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করতে পারেন মাধুরী। সূত্রে জানা গিয়েছে, বিজেপির হয়ে উত্তর অথবা পশ্চিম মুম্বাই থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বেশকিছুদিন ধরে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রাখার বিষয়টিও সামনে এসেছে।
সদ্য সমাপ্ত ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের খেলাতে এক বিজেপি নেতার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। গত বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিজেপি নেতা আশিস শেলারের সাথে পাশাপাশি দেখা গিয়েছে মাধুরী এবং তার স্বামী শ্রীরাম নেনেকে। ম্যাচের পরে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে একটি পোস্টও শেয়ার করেছেন মাধুরী। তিনি লিখেছেন, “নীল জার্সিতে সুন্দর খেলেছে ভারতীয় দল। চমৎকারভাবে খেলা শেষ করেছে মহম্মদ শামি। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি ও মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙার জন্য ভিরাট কোহলিকে অভিনন্দন।”
এছাড়াও, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেলের সাথেও দেখা গেছে মাধুরীকে। জাতীয় এক দৈনিক সংবাদপত্রে প্রকাশ, ‘লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর। তার পরিবারও নিশ্চিত করেছে যে, যদি রাজনীতিতে প্রবেশ করতে হয়, তাহলে তিনি সম্ভবত রাজ্যসভায় প্রতিনিধিত্ব করবেন।’
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও মাধুরী দীক্ষিত সাক্ষাৎ করেছিলেন অমিত শাহের সঙ্গে। সে সময়ও তাঁর বিজেপি যোগের জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। দলের অন্দরে গুঞ্জন এবার বিজেপি মুম্বইয়ের তিনটি আসনে নতুন প্রার্থী দাঁড় করাবে। পুনম মহাজনের আসনে বিজেপির বাজি হতে পারেন মাধুরী দীক্ষিত।