পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের ভোট (Uttar Pradesh Elections 2 022) একেবারে শেষের দিকে। ৬ দফার ভোট হয়ে গিয়েছে, আগামী সোমবার, ৭ মার্চ হবে শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ। ভোট শেষের মুখে ধাক্কা খেল বিজেপি। পদ্মশিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন এলাহাবাদের সাংসদ রীতা বহুগুণা যোশী (Rita Bahuguna Joshi)-র ছেলে মায়াঙ্ক যোশী।
#WATCH | "Mayank Joshi, son of Bharatiya Janata Party MP Rita Bahuguna Joshi today joins Samajwadi party," says Akhilesh Yadav while addressing a rally in Azamgarh#UttarPradeshElections2022 pic.twitter.com/gmSogu616C
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 5, 2022
জানুয়ারীতে রীতা বহুগুনা যোশী ইউপি বিধানসভা নির্বাচনে ছেলের জন্য লখনউ ক্যান্ট আসন থেকে টিকিট চেয়েছিলেন।এমনকি তিনি তার ছেলের জন্য নিজের জায়গা পর্যন্ত ছাড়তে রাজি হয়েছিলেন।তিনি বলেছিলেন প্রয়োজনে আমার লোকসভা আসন কেড়ে নিন। তারপরও মায়াঙ্ক যোশীকে টিকিট দেয়নি বিজেপি। তাই ভোটের একেবারে শেষ পর্বের মাত্র ২ দিন আগে তিনি যোগ দিলেন সমাজবাদী পার্টিতে ।
শনিবারই আজমগড়ের গোপালপুর বিধানসভায় অনুষ্ঠিত সপার জনসভায় সভাপতি অখিলেশ যাদবের উপস্থিতিতে তাঁর দলের সদস্যপদ নেন মায়াঙ্ক । হাতে তুলে নেন সমাজবাদী পার্টির পতাকা । শনিবার ওই সভাতেই মায়াঙ্কের সঙ্গে উত্তরপ্রদেশের প্রবীণ আইএএস অফিসার রহে ফতেহ বাহাদুরও সমাজবাদী পার্টিতে যোগ দেন।
রীতা অবশ্য বিজেপিতেই এখন বেশ কোণঠাসা। উত্তরপ্রদেশে ভোটে তিনি বিজেপির কাছে ছেলের জন্য টিকিট চেয়েছিলেন। কিন্তু বিজেপি নেতৃত্ব মায়াঙ্ককে টিকিট দেননি। সম্ভবত সেই অভিমান থেকেই মায়াঙ্ক এদিন সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে বিজেপিকে কিছুটা শিক্ষা দিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আদতে রীতা ছিলেন সক্রিয় কংগ্রেস নেত্রী। একসময় তিনি উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভানেত্রীও ছিলেন। সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গে তাঁর সম্পর্কও ছিল খুবই ঘনিষ্ঠ।