পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতের মোরবি জেলায় মর্মান্তিক সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতদের তালিকা মধ্যে রয়েছে রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের ১২ জন সদস্য। প্রাণ গেছে ১২ জনের।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৪১ জনের প্রাণহানি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। আহত শতাধিকের বেশি। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ চলছে। তবে রাতে কম আলোর জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়। এখনও তল্লাশি অভিযান চালু রয়েছে।
মোহনভাই কল্যাণজি কুন্দারিয়া রাজকোটের বিজেপি সাংসদ। সাংবাদিককে সাংসদ কল্যাণজি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আমি আমার পরিবারের ১২ জন সদস্যকে হারিয়েছি। তার মধ্যে রয়েছে পাঁচজন শিশু আমার বোনের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালাচ্ছে। উদ্ধারকারী নৌকো ঘটনাস্থালে রয়েছে। কিছুজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি দেহ মাচ্ছু নদী থেকে উদ্ধারের কাজ চলছে।’
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে যান ভূপেন্দ্র প্যাটেল। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়ে যায়। দমকল বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন। রাতেই উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগ দেয় সামরিক বাহিনী, বায়ুসেনা, নৌসেনা। সারারাত ধরে চলে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান।
দুর্ঘটনার কারণ খুঁজতে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গুজরাত সরকার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আগামীকাল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।