পুবের কলম, ওয়েবডেস্ক: তেলেঙ্গানার বিজেপি সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের জুতো হাতে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার অমিত শাহের জুতো হাতে করে নিয়ে যাচ্ছেন। রবিবার সেকেন্দ্রাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দির থেকে বেরিয়ে আসার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে জুতো পেতে তার সামনে রেখে দিতে দেখা গেছে। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
তেলেঙ্গানার বিজেপি সভাপতি তথা রাজ্যের গেরুয়া শিবিরকে চরম আক্রমণ শানিয়েছেন, শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির একাধিক শীর্ষ নেতা।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং টিআরএস নেতারা বান্ডিকে ট্রল করেছেন, এবং তাকে ‘গুজরাটি নেতাদের দাস’ বলে অভিহিত করেছেন।
এই ভিডিও রিট্যুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে কেটি রামা রাও। তিনি বিজেপি সভাপতিকে ‘গুজরাটের দাস’ বলে সম্বোধন করেন। তাঁকে ‘তেলেঙ্গানার গর্ব’ বলেও কটাক্ষ করেন। রাজ্যের গেরুয়া নেতা নিজের এবং রাজ্যের আত্মসম্মান জলাঞ্জলী দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। আরেক টিআরএস নেতা ওয়াই সতীশ রেড্ডি ভিডিওটি ট্যুইট করে মন্তব্য করেছেন, ‘গুলামগিরির শ্রেষ্ঠ উদাহরণ। বিজেপি রাজ্য সভাপতি বান্ডি সঞ্জয় কুমার তাড়াহুড়ো করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের জুতো এগিয়ে দিচ্ছেন।’
তেলেঙ্গানার ভারপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ মানিকম ঠাকুরও বান্ডির এই কর্মকাণ্ডের নিন্দা করেছেন। ভিডিওটি শেয়ার করে বলেছেন, ‘তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় বান্ডি অমিত শাহের জুতা নিলেন, বিজেপিতে অনগ্রসর শ্রেণীর নেতার অবস্থান কী সেটা একবার দেখুন।’
কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকেও এই ভিডিও শেয়ার করে বলা হয়েছে, নেতার দাসত্বের পরাকাষ্ঠা।
ভিডিওটি টিআরএস সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক কৃশাঙ্ক টুইটারে ক্যাপশন সহ পোস্ট করে বলেছেন, ‘জুতো আনার গতি এবং ফোকাস দেখায় আগামীকাল বিজেপি আমাদের রাজ্যকে অমিত শাহের পায়ের কাছে রাখবে, তেলেঙ্গানা সাবধান।’
তবে এই ঘটনায় কোনও মন্তব্য করেনি বিজেপি।
উল্লেখ্য, রবিবার তেলেঙ্গানায় একদিনের সফরের সময়, অমিত শাহ মুনুগোড়ে একটি জনসভায় যোগ দেন। যেখানে প্রাক্তন কংগ্রেস নেতা কোমাতিরেডি রাজগোপাল রেড্ডিকে বিজেপিতে যোগ দেন।