পুবের কলম ওয়েব ডেস্কঃ বান্ধবীর সঙ্গে একই গাড়িতে থাকা অবস্থায় স্ত্রীর হাতে ধরা পড়লেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা।মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে স্বামীকে নামালেন স্ত্রী।গাড়ি থেকে নামিয়েই জুতো পেটা শুরু করলেন স্ত্রী মণি সহ শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্য লোকজন।সেই ঘটনার আবার ভিডিয়ো করে নিজেই নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন স্ত্রী মণি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে , এক ব্যক্তিকে জুতো পেটা করছে দুই মহিলা ও দুই পুরুষ।প্রতিরোধ করার চেষ্টা করেও কিছু করতে পারছেন না তিনি।দুই মহিলা হল স্ত্রী মণি, শাশুড়ি। স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছেন, এমনই সন্দেহে তাঁকে মারধর করেন স্ত্রী। এমনকি, স্ত্রী ও শাশুড়ির চপ্পল-পেটা থেকে বান্ধবীকেও রক্ষা করতে পারেননি বিজেপি নেতা। তাঁকেও মারধর করা হয়।
#WATCH | BJP युवा मोर्चा के कानपुर-बुंदेलखंड के क्षेत्रीय मंत्री मोहित सोनकर अपनी गर्लफ्रेंड बीजेपी महिला मोर्चा उपाध्यक्ष बिंदु के साथ कार में रंगरेलियां मनाते पकड़े गए।
फिर क्या था सोनकर की पत्नी और उनके परिजनों ने नेताजी को चप्पलों से जमकर पीटा। #Kanpur #MohitSonkar pic.twitter.com/sbW1ddAGX2
— Subodh Kumar (@kumarsubodh_) August 20, 2022
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ত্রী ও শাশুড়ির হাতে বেদম মার খাওয়া এই বিজেপি নেতার নাম মোহিত সোনকর।মোহিত সোনকার নামের ওই ব্যক্তি বুন্দেলখণ্ড অঞ্চলের বিজেপির সম্পাদক।
উল্লখ্য, এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জুহি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থানায় নিয়ে যায় পুলিশ। বিজেপি নেতার স্ত্রী মণি সোনকার এবং মহিলার ব্যবসায়ী স্বামী জুহি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ আধিকারিক অলোক সিং বলেছেন যে এই বিষয়ে যথাযথ তদন্তের পরে এফআইআর করা হবে।