পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করলো বিজেপি। দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনটিতে উপ-নির্বাচন হবে।
গত ১৪ মে বিপ্লবকে সরিয়ে রাজ্যসভার সদস্য ও ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যসভা সদস্যের পদে ইস্তফা দিয়েছিলেন মানিক। ফলে ওই আসনে উপ-নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।
জুন মাসে মানিক সাহা রাজধানী আগরতলার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জয়ী হন। এরপরই জল্পনা তৈরি হয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলের বাঙালি-গরিষ্ঠ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লবকে রাজ্যসভায় পাঠানো হবে।
৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। জুন মাসে উপ-নির্বাচনে পদ্ম-শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মন আগরতলা কেন্দ্রটি ছিনিয়ে নিলেও রাজ্যসভায় বিপ্লবের জয় কার্যত নিশ্চিত।