পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আজ ৭১ বছর পূরণ করলেন প্রধানমন্ত্রী। ১৯৫০ সালে গুজরাত রাজ্যের মাহেসানা জেলার বড়নগর নামক একটি গ্রামে এক নিম্নবর্ণের পরিবারে জন্মগ্রহণ করেন।পড়াশোনার ফাঁকে বাবা ও ভাইয়ের সঙ্গে চা- বিক্রিতে সাহায্য করতেন তিনি। খুব সাধারণ মানের একজন ছাত্র ছিলেন তিনি। আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির একগুচ্ছ পরিকল্পনার পাশাপাশি, রাজ্যে নেতা মন্ত্রীরা তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূরণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাংবাদিধানিক পদে ২০ বছর তাঁর নিরলস অবদানের জন্য আজ থেকে ২০ দিন ব্যাপি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির “সেবা ও সমর্পণ অভিযান”। এই ২০ দিনের কর্মসূচিতে একগুচ্ছ অনুষ্ঠানে আয়োজন করতে করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি থেকে শুরু করে জে পি নাড্ডা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরও অনেকে ৷
আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সব থেকে বেশি সংখ্যক ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৃহস্পতিবারই মন্ত্রী জানান, আগামিকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ‘ভ্যাকসিন ডে’ পালিত হবে। প্রত্যেকে যেন তাঁর প্রিয়জনের ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এটাই হবে প্রধানমন্ত্রীকে আমাদের তরফ থেকে দেওয়া সবথেকে বড় উপহার।