দেবশ্রী মজুমদার, বোলপুর: নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার অধীন শিঙ্গি অঞ্চলের উনিশটি গ্রামের বিজেপি কর্মী সমর্থক তৃণমূল যোগদান করেন। বোলপুর দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
এদিন প্রায় ১০০০ হাজার বিজেপি কর্মী ও মন্ডল বুথ সভাপতি তৃণমূলের দলে যোগদান করলেন অনুব্রত মণ্ডলের হাত ধরে। ২০২১ নির্বাচনে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক অনুপ ভট্টাচার্য যোগদান করেন। এছাড়াও নব নির্বাচিত বিধায়ক অভিজিৎ সিংহ হাত ধরে লাভপুর এলাকা থেকে শতাধিকের বেশি সংখ্যক বিজেপির কর্মীসমর্থকেরা তৃণমূল যোগাদান করেন।