পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ উদ্বেগের মধ্যেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বার্ড ফ্লু আতঙ্ক। কেরলের কোত্তায়াম জেলায় বার্ড ফ্লু-র প্রকোপ শুরু হয়েছে। অন্যদিকে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
চিন সহ বিশ্বের একাধিক দেশে কোভিড আতঙ্কের কারণ দাঁড়াচ্ছে। ‘মন কি বাত’, অনুষ্ঠান থেকে করোনা সংক্রমণ থেকে সচেতন থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ নিয়ে নড়েচড়ে বসেছে দিল্লি। সমস্ত রাজ্যগুলিকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কেরলের কোত্তায়াম জেলায় বার্ড ফ্লু-র প্রকোপ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে ৬ হাজারের বেশি পাখি হত্যা করা হয়েছে। কোত্তায়াম জেলা প্রশাসন সূত্রে খবর, কোত্তয়াম জেলার ৩টি পঞ্চায়েত, ভেচুর, নিন্দুর এবং আরপুকারা পঞ্চায়েত এলাকায় শনিবার পর্যন্ত ৬ হাজারের বেশি পাখি হত্যা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই হাঁস।
জেলা প্রশাসনের দেওয়া বিবৃতি অনুযায়ী, শনিবার পর্যন্ত ভেচুর পঞ্চায়েত এলাকায় ১৩৩টি হাঁস এবং ১৫৬টি মুরগি, নিন্দুরে ২ হাজার ৭৫৩টি হাঁস এবং আরপুকারা পঞ্চায়েত এলাকায় ২ হাজার ৯৭৫টি হাঁস হত্যা করা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণের কারণেই এই হাঁসগুলিকে হত্যা করা হয়েছে প্রশাসন সূত্রে খবর। এই বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
প্রসঙ্গত, দেশে করোনা আতঙ্কের মধ্যেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্ড ফ্লু। দক্ষিণ ভারতেই এই বার্ড ফ্লু আতঙ্ক গত বছর থেকেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত হাঁস, মুরগী সহ পাখিদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, বার্ড ফ্লু সংক্রমণ ছোঁয়াচে। তাই সংক্রমণ ঠেকাতে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত পাখিগুলি রান্না না বার্তা দেয় স্বাস্থ্যমন্ত্রক।