কৌশিক সালুই, বীরভূম : বাল্যবিবাহ রোধ থেকে নারী নির্যাতন, মাদক কারবার বন্ধ গ্রাম্য স্তরে যেকোনো ধরনের ক্রাইম বন্ধ করতে এবং এবং যেকোন ধরনের স্থানীয় সমস্যা সমাধানে গ্রাম এলাকায় হাজির হবে পুলিশ। সেই লক্ষ্যে শুরু হয়েছে” আপনার থানা আপনার পাড়ায়” কর্মসূচি। বীরভূম জেলার মহাম্মদ বাজার থানার সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের দিঘল গ্রামে রবিবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দোপাধ্যায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী সহ অন্যান্য আধিকারিকেরা।
পশ্চিমবঙ্গ সরকারের “দুয়ারের সরকার” কর্মসূচি ব্যাপক সাফল্য লাভ করেছে। রাজ্য সরকারের বহু পরিষেবা থেকে অনেক সাধারন মানুষ বঞ্চিত হচ্ছিল। রাজ্য সরকার উক্ত কর্মসূচিতে লাভবান হয়েছেন বাংলার জনগণ। ওই কর্মসূচির সাফল্য থেকে এবার শুরু হলো “আপনার থানা আপনার পড়ায় কর্মসূচি”। বর্তমান সমাজ ব্যবস্থায় নারী সুরক্ষা, শিশুশ্রম বাল্যবিবাহ মাদক কারবার প্রশাসনের কাছে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ। গ্রামাঞ্চল এলাকা থেকে থানা দূরবর্তী স্থানে হওয়াই অনেক সময় ওই সমস্ত ধরনের সমস্যায় সাধারণ মানুষ পুলিশের দ্বারস্থ হতে চায় না। তাই পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসের সপ্তাহে একদিন করে পুলিশের এক আধিকারিক উপস্থিত থাকবেন সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্যা শুনে বিহিত করবেন। পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে কমপ্লেন বক্স করা হবে সেখানেও যেকোন সমস্যার লিখিত ভাবে আবেদন করতে পারবেন পুলিশের কাছে সাধারন মানুষ। এই কর্মসূচিতে নিচের স্তর থেকে যেকোনো ধরনের ক্রাইম নির্মূল হবে বলে অনুমান পুলিশের। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন,” গ্রাম্য স্তরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের যে কোনো অসুবিধা দূর করতে এই প্রকল্প শুরু হয়েছে যা জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় হবে”।