দেবশ্রী মজুমদার, লাভপুর: বীরভূমে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শনিবার লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রাম পঞ্চায়েতের বিষয়পুর গ্রামে। ধৃতের নাম লালন সেখ। বাড়ি সাঁইথিয়া থানার বলাইচণ্ডি গ্রামে। পুলিশ ও এলাকাবাসী মিলে তাড়া করে ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুষ্কৃতীর নামে সাঁইথিয়া থানায় খুনের মামলা সহ একাধিক অভিযোগ আছে।
এলাকা ও প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দুষ্কৃতী গ্রামের মধ্যে দুটি ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হতেই এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করতেই একটি ব্যাগ ফেলে সে ছুটতে থাকে। ব্যাগের মধ্যে পাওয়া যায় দুটি পাইপ গান, পাঁচ রাউণ্ড গুলি ও একটি কাটার। এই কাটার দিয়ে লোহা কাটা হয়। গ্রামবাসী পুলিশকে খবর দিতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পুলিশের মোবাইল ভ্যান হাজির হয়। গ্রামবাসী ও পুলিশ মিলে ধাওয়া করে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।