কৌশিক সালুই, বীরভূম: বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের খয়রাশোল থানার রানীপাথর গ্রামে। ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বম্ব ডিস্পোজাল বাহিনী বোমা-গুলি নিষ্ক্রিয় করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার রানীপাথর গ্রামের কুবিগান নামে একটা পুকুরের পাড় থেকে বোমাগুলি উদ্ধার হয়। একটি প্লাস্টিকের ড্রামে আনুমানিক ২৫টা বোমা রাখা ছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃত দুষ্কৃতী রাম বাউড়ি ও আকাশ বাউড়ি দুবরাজপুর আদালতে তোলা হবে। কি কারণে জ্যারিকেন ভর্তি বোমা পুকুরপাড়ে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, ‘ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই দুষ্কৃতী সহ বোমা উদ্ধার করেছে’।