দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল বীরভূমে। ঘটনার জেরে আহত কয়েকজন। গোটা এলাকা সীল করে রেখেছে পুলিশ। বম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডের দল বিস্ফোরণের স্থান পরিদর্শনের পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। বর্তমানে এই টিম সেই কাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে কালিকাপুর গ্রাম। বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হয়েছে বেশ কয়েকজন। দু’একজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের কে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের কালিকা পুর গ্রামে। জানা গিয়েছে, গ্রামের রাহান শেখের টিনের চাল দেওয়া পাকা বাড়িতে চলছিল এই বোমা বাধার কাজ। তখনই কোনো কারণে বোমা ফেটে যায়। তবে বিস্ফোরণের জেরে বাড়িটির সেরকম ক্ষয়ক্ষতি হয় নি। তারপরেই ঘটনা স্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। তবে কি উদ্দেশ্যে বোমা গুলি বাঁধা হচ্ছিলো এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।