পুবের কলম, ওয়েবডেস্কঃ মৃত্যুর পরেও দুর্ঘটনা পিছু ছাড়ছে না। আজ, বৃহস্পতিবার দিল্লিতে নিয়ে আসার পথে ফের দুর্ঘটনার মুখোমুখি হল বিপিন রাওয়াতদের অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার ওয়েলিংটন থেকে সুলুর যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুলেন্সটি।
এদিন একাধিক অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছিল দেহগুলি। সেই সময় তার মধ্যে থাকা একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। তড়িঘড়ি অন্য অ্যাম্বুলেন্সে সরিয়ে নিয়ে যাওয়া হয় দেহগুলিকে। এই কনভয়ে থাকা একটি পুলিশ ভ্যানও এদিন দুর্ঘটনার মুখে পড়ে। আহত হন একাধিক পুলিশ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই দিল্লির পথে কপ্টার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াত সহ ১৩ জনের মরদেহ। C-130J সুপার হারকিউলিসে আসছে মরদেহগুলি। ভারতের প্রতিরক্ষা প্রধান সহ ১৩ জনের দেহ আছে বায়ুসেনার ওই বিশেষ বিমানে।