পুবের কলম প্রতিবেদকঃ বাস্তবের শোয়েব আখতার এবার সেলুলয়েডের পর্দায়। অর্থাৎ এবার পাকিস্তানের প্রাক্তন স্পিড স্টার শোয়েব আখতারকে নিয়ে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। তবে সেই বায়োপিকে কে শোয়েবের চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানানো হয়নি। শুধু একটি ২৫ সেকেন্ডের ট্রেলারেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে আসতে চলেছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের যাবতীয় খুঁটিনাটি। পাকিস্তানের স্পিড স্টার নিজেই জানিয়েছেন সেকথা। একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শোয়েব। সেখানে দেখা যাচ্ছে একটি রেললাইন। আর সেই রেললাইনের মাঝখান দিয়ে বল হাতে ছুটে আসছেন শোয়েব আখতার। তারপরই সামনে এসে জুম হয়ে যায় ছবিটি। আর পর্দায় ফুটে ওঠে বায়েপিকের টাইটেল নেম। বায়োপিকের টাইটেলও দেওয়া হয়েছে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। শোয়েব জানিয়েছেন, ‘একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। আমার জীবন নিয়ে শুরু হতে যাচ্ছে এই বায়েপিক।’ পাশাপাশি শোয়েব আখতার এটাও জানিয়েছেন, ‘এটা একটা দারুণ খবর। আমাদের সকলেরই বায়োপিক হওয়া উচিৎ। এতে বাকিদেরও উৎসাহ প্রদান করা হবে।’ শোয়েব আখতারের এই বায়োপিক ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ পরিচালনা করছেন পাকিস্তানের ডিরেক্টর মুহাম্মদ ফারাজ কাইজার। ২০২৩ সালের ১৬ নভেম্বর ছবিটি মুক্তির দিন ঠিক হয়েছে। আপাতত শুধু ২৫ সেকেন্ডের মোশন টিজারটাই প্রকাশ করা হয়েছে।