পুবের কলম প্রতিবেদক: পূর্ব ঘোষিত মত মহিলাদের জন্য বায়ো টয়লেট বাসের উদ্বোধন করলেন কলকাতা পৌর সংস্থার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পৌর সংস্থার সামনে একটি আধুনিক মহিলা টয়লেট বাসের শুভসূচনা হয়। হাজির ছিলেন একঝাঁক মহিলা তৃণমূল কাউন্সিলররা। এই অত্যাধুনিক বাসে মহিলাদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে। একদিকে মহিলাদের জন্য রয়েছে বায়ো টয়লেট। অন্যদিকে রয়েছে ব্রেস্ট ফিডিং রুম। রয়েছে মহিলাদের জন্য চেঞ্জিং রুম। আগেই মেয়র ফিরহাদ হাকিম এই বাসের কথা জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির মত মঙ্গলবার পতাকা দেখিয়ে এই বাসের পরিষেবা প্রদানের জন্য উদ্বোধন করা হল। এই বাস শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘনবসতি অঞ্চল সহ অফিস পাড়া, মার্কেট ও বাজার অঞ্চলে ঘুরবে। অনেক সময় বাইরে কাজের ক্ষেত্রে মহিলাদের বিভিন্ন সময় শৌচালয় নিয়ে সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় শিশুকে সঙ্গে নিয়ে বেরিয়ে সমস্যার সম্মুখীন হন মহিলারা। তাদের সুবিধার্থে এই বায়ো টয়লেট বাস পরিষেবার ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পৌর সংস্থা।