পুবের কলম, ওয়েবডেস্ক: পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ত্যাগ করলেন বিনয় তামাং। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তুঙ্গে জল্পনা। তবে এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তামাং।
বৃহস্পতিবার দুপুরে মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিনয় তামাং। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অনীত থাপার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তামাংয়ের। অভিযোগ, রাজ্য অনীত থাপাকে বেশি গুরুত্ব দিচ্ছিল। যা মোটেও ভালভাবে নেননি তামাং। সেই দ্বন্দ্ব থেকেই অবশেষে ইস্তফার সিদ্ধান্ত। তামাং পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানোর পরই তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং।