পুবের কলম, ওয়েবডেস্কঃ বিনোদ কুমারের জন্য টোকিও প্যারালিম্পিকে মুখ পুড়ল ভারতের। রবিবার ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। যদিও আগেরদিনই ওই ইভেন্টের অন্যান্য প্রতিযোগীরা আপত্তি জানান বিনোদের যোগ্যতা নিয়ে। চাপে পড়ে টোকিও প্যারালিম্পিক কর্তৃপক্ষ জানান পদক দেওয়ার আগে তারা ওই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে। আজ তারা জানিয়ে দিল, প্যারালিম্পিকে ডিসকাস থ্রো ইভেন্টে অংশগ্রহণ করার যোগ্যতাই নেই বিনোদের। ফলে তার পদক কেড়ে নিল প্যারালিম্পিক আয়োজকরা। এর আগে ৪১ বছরের সেনাকর্মী বিনোদ ১৯.৯১ মিটার দূরে ডিসকাস ছুড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু এই বিভাগে প্রতিবন্ধার যে মান থাকা দরকার, সেটা ছিল না বিনোদের। কী ভাবে বিনোদ বিশ্ব মঞ্চে এই ইভেন্টে অংশ নিলেন? কীভাবে যোগ্যতা নির্ণয় পর্ব অতিক্রম করলেন তিনি? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।