পুবের কলম ওয়েবডেস্ক:বিষ বিক্রি করেই কোটি কোটি ডলার আয় করছেন এক ব্যক্তি। না মোটেই আজগুবি ঘটনা নয়। তুরস্কের কৃষক অরনেলা জীবিকার এক নতুন দিশা দেখিয়েছেন।
নিজের ফার্মে প্রায় ২০০০০ হাজার কাঁকড়া বিছের চাষ করেছেন অরনেলা। সেই বিষ বিক্রি করছেন তিনি। সবকটিই অ্যানড্রকটনাস টার্কিয়েনসিস প্রজাতির। স্বচ্ছ বক্সের ভিতর সেগুলি রাখা থাকে। তিনি জানান, প্রতিদিন প্রায় ২ মিলিগ্রাম বিষ উৎপাদন করে প্রতিটি কাঁকড়াবিছে।
কি ভাবে হয় এই কাজ? প্রথমে খুব সাবধানে বিষ সংগ্রহ করতে হয়। গরম সেই বিষ এরপর ঠাণ্ডা হয়। তারপর তাকে গুঁড়ো করা হয়। এরপর ইউরোপের বিভিন্ন দেশে তা রপ্তানি হয়।ইউরোপের বাজারে এক লিটার বিষের দাম ১০ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞরা বলছেন কাঁকড়া বিছের বিষে প্রচুর প্রোটিন ও পেপটাইড থাকে। যা মানব শরীরের নানা রোগ সারাতে অত্যন্ত কার্যকরী। তাই কাঁকড়াবিছের বিষের দাম এত।