পুবের কলম প্রতিবেদক: বঙ্গ বিজেপিতে এবার বড়সড় রদবদল। গুরুত্বপূর্ণ পদ পেলেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ তথা হুগলী কেন্দ্রে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জী এবং ফ্যাশন-ডিজাইনার থেকে রাজনীতিবিদ তথা আসানসোল দক্ষিণ-এর বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। দলীয় সূত্রে খবর, লকেট চ্যাটার্জীকে উত্তরবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মত গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলার আহ্বায়ক করা হয়েছে। অন্যদিকে, অগ্নিমিত্রা পালকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা কলকাতার আহ্বায়ক করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের আগে এই রদবদলকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিবিদরা। বিশেষজ্ঞদের মতে, এর মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক শক্তি এবং দুর্বলতাগুলি পর্যালোচনা করা।