পুবের কলম, ওয়েবডেস্ক: সুইৎজারল্যান্ডে সাংসদ নির্বাচিত হলেন প্রবাসী বাংলাদেশি সুলতানা খান। এই প্রথম কোনও প্রবাসী বাংলাদেশী সুইৎজারল্যান্ডের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন সুলতানা।
সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে সুলতানা খান তৃতীয় স্থান অর্জন করেন। মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে অংশগ্রহণের আগে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া শিল্পমহলেও পরিচিত তিনি।
ঢাকার মীরপুরে জন্ম সুলতানা খানের। বাবা এসএস রুস্তম আলি, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট সুলতানা। স্বামী প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ খান। দুই পুত্র সন্তান নিয়ে সুইৎজারল্যান্ডের জুরিখে থাকেন সুলতানা।