জেরুজালেম, ১৬ জুন: যুদ্ধের আবহে জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজে ঢল নামল মুসল্লিদের। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য রবিবার ভোর থেকেই আল আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজার হাজার ফিলিস্তিনি। আলজাজিরা জানিয়েছে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন ৪০ হাজারের বেশি মানুষ। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যেই পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায়। এদিন ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ পড়েন ফিলিস্তিনিরা।
প্রসঙ্গত, এর আগে মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসইরালি সেনা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা। সংবাদসংস্থা ওয়াফা প্রতিবেদনে বলা হয়, ঈদের জামাতে আসা-যাওয়ার পথে মুসল্লিরা ইসরাইলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এ বছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরাইলিদের সংখ্যা গত বছরে তুলনায় অনেক কম। ২০২৩ সালে ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন।