পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ রাতের অন্ধকারে এক তৃণমূল নেতার ওপরে প্রাণঘাতী আক্রমণ চালাল দুষ্কৃতীরা। জখন ওই তৃণমূল নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুষ্কৃতীদল। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ার ঘটনা। আক্রান্ত বছর ৪৫-এর আলমগীর সরদার এলাকার সক্রিয় তৃণমূল নেতা হিসেবে ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
রবিবার রাত ১১টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারে ফাঁকা জায়গায় দুটো মোটরসাইকেলে করে সশস্ত্র দুষ্কৃতীরা এসে তার উপরে আচমকা হামলা চালায়। প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপর হাত ও পা ভেঙে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার ভোরে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কি কারণে তৃণমূল নেতার ওপর হামলা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।
ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ না ব্যবসায়ী বিবাদ না গোষ্ঠীদ্বন্দ্বের জের সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।
ওই তৃণমূল নেতা আলমগীর সরদার এর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে স্বরূপনগর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা রমেন সরদার বলেন, এই এলাকা বরাবরই শান্ত। নির্বাচনের পর থেকে একশ্রেণীর দুষ্কৃতী এলাকাকে অশান্ত করতে চাইছে। আমরা আশঙ্কার মধ্যে আছি। তবে এই ঘটনার সঙ্গে যারাই দুই যুক্ত থাক, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।